Tuesday, April 16, 2024
spot_img
spot_img
Homeজেলাবিদেশের মাটিতে পা দিল মালদার আম:-

বিদেশের মাটিতে পা দিল মালদার আম:-

মালদার আমের জপ্রিয়তা বাড়াতে বিদেশের বাজারে আম রপ্তানিতে জোর দিচ্ছে রাজ‍্য সরকার। প্রতিবছর কাতারে আম প্রদর্শনীর আয়োজন হয়।  ভারতের অনান‍্য রাজ‍্য থেকেও সেখানে আম পাঠানো হয়। তবে মালদার আম সেখানে কখনো যায়নি। এবছর রাজ‍্য সরকারের উদ‍্যোগে কাতারে মালদার আম পাঠানো হচ্ছে।  জেলার বিখ্যাত ফজলি,ল্যাংড়া, আম্রপালি ,মল্লিকা ও হিমসাগর আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি প্রজাতির আম দুশো কেজি করে পাঠানো হবে। তবে শুধু প্রদর্শনী নয়, মালদার আম বিদেশের বাজারেও বিক্রি হবে। 

 

মালদা জেলার খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণেন্দু নন্দন বলেন, ” সম্প্রতি দুই ধাপে প্রায় তিন টন আম জার্মানি ও লন্ডনে পাঠানো হয়েছিল । দেড় টন করে মোট তিন টন ল্যাংড়া ও হিমসাগর ওই দুই দেশে পাঠানো হয় । গতকাল প্রায় 500 কেজি ল্যাংড়া কালিয়াচক থেকে ইতালির মিলানে গিয়েছে । আগামী সপ্তাহে কাতারে আন্তর্জাতিক আম প্রদর্শনী রয়েছে । সেখানে পৃথিবীর অন্যান্য দেশের আম থাকবে । ওই মেলায় মালদার আমও যাতে প্রদর্শিত করা যায়, আমরা তার চেষ্টা করছি । তার জন্য আমরা লক্ষ্মণভোগ, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, ফজলি ও সুর্মা ফজলির মতো পাঁচটি প্রজাতির আম পাঠানোর ব্যবস্থা করছি । প্রতিটি প্রজাতির 200 কেজি করে আম পাঠাতে চাইছি । এনিয়ে রফতানিকারকদের সঙ্গে আমাদের কথা হয়েছে । তাঁদের জেলায় আসার কথা রয়েছে । কাতারের প্রদর্শনীতে মালদার আম পাঠাতে আমরা প্রস্তুতিও শুরু করে দিয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments