কান্দিতে নির্বাচনের ফল প্রকাশ পরবর্তী হিংসা অব্যাহত, বিজেপি টাউন সভাপতি বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল কংগ্রেস দিকে।কান্দিতে নির্বাচনের ফল প্রকাশ পরবর্তী হিংসা অব্যাহত, বিজেপি টাউন সভাপতি বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল কংগ্রেস দিকে।
রবিবার নির্বাচন ফল প্রকাশ ইতি মধ্যেই প্রকাশ হয়েছে, নির্বাচনী ফল প্রকাশ পরে এবার উতপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের কান্দি ।
রবিবার রাত এগারোটা নাগাদ মুর্শিদাবাদের কান্দি বাঘডাঙ্গা এলাকায় কান্দি টাউন বিজেপি সভাপতি বিনিতা রায়ের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে হঠাৎ একটি বোমাবাজি করা হয়, একটি বোমা ফাটলেও আরও একটি তাজা বোমা উদ্ধার হয় ঘটনাস্থল থেকে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার বিশাল পুলিশবাহিনী । কান্দি থানার আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে ঘটনাস্থলে ক্ষতিয়ে দেখেন, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও অভিযোগ অস্বীকার করেছে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার।