রাজ্য থেকে শীত বিদায়ের মধ্যেই আজ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝড়গ্রাম জেলায়।
জনস্বার্থে প্রচারিত
রাজ্যের বাকি অংশে বৃষ্টি না হলে’ও, সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা, আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে।আজ দিনের সর্ব্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে-১৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। সর্ব্বোচ্চ তাপমাত্রা-৩০ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।