বায়ু দূষণ রোধে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর লোকসভায় জানিয়েছেন। এক লিখিত প্রশ্নের জবাবে শ্রী জাভড়েকর বলেন, যে কোন বিষয়ে সমাধানের প্রথম ধাপই হল সমস্যাকে স্বীকার করে নেওয়া।
জনস্বার্থে প্রচারিত
২০২৪ সালের মধ্যে দেশে বায়ুদূষণ মাত্রা ২০ থেকে ৩০ শতাংশ হ্রাসের লক্ষ্যে সরকার জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচি হাতে নিয়েছে। সরকার ১০০টিরও বেশী শহরে বাতাসের গুণমান ভালো করতে পরিকল্পনার কথা ঘোষণা করেছে বলেও জানান তিনি।
দূষণ নিয়ন্ত্রণে রাখতে তিনি দেশের নাগরিকদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। অপর একটি প্রশ্নের জবাবে, শ্রী জাভড়েকর বলেন, ভারত বর্তমানে ৯০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন করছে, যা দেশের মোট শক্তি উৎপাদনের ৩৭ শতাংশ।