সাতটি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় কেন্দ্রীয় পশুপালন দপ্তর সংশ্লিষ্ট রাজ্যগুলিকে অ্যাডভাইসারি পাঠিয়েছে।
এখনো পর্যন্ত এই ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’র প্রকোপ দেখা দিয়েছে কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ,হরিয়ানা, গুজরাট ও উত্তরপ্রদেশে।
সারা দেশের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং রোগ কবলিত এলাকা সরেজমিনে দেখতে কেন্দ্রীয় দল গঠন করা হয়েছে।
মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোএবং গুজব ছড়ানো থেকে নিবৃত্ত রাখতে জনসাধারণকে বলার অনুরোধ জানানো হয়েছে।