বামেদের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে মিশ্র প্রভাব পড়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে।সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যানবাহন চলাচল মোটামুটি ভাবে স্বাভাবিক।
জনস্বার্থে প্রচারিত
সরকারি বাস পথে নেমেছে।বিভিন্ন রাস্তায় ও বাসস্ট্যান্ডে বন্ধ সমর্থনকারীরা মিছিল ও পিকেটিং শুরু করেছে।প্রতিটি মোড়েই ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বহরমপুরে বাস্ট্যান্ড ও গীর্জার মোড়ে জাতীয় সড়কে বন্ধ সমর্থকেরা জমায়েত করে। কান্দিতে কংগ্রেস বন্ধের সমর্থনে মিছিল করে পরে বামেদের সাথে যৌথ ভাবে কান্দি বাসষ্ট্যাণ্ড মোড়ে জমায়েত করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।