Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরবহরমপুর রাজ্য সড়কের উপর পুলিশ ব্যারিকেড করে রথ ও মিছিলের পথ আটকায়।

বহরমপুর রাজ্য সড়কের উপর পুলিশ ব্যারিকেড করে রথ ও মিছিলের পথ আটকায়।

মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় আজ সকাল পৌনে দশটা নাগাদ বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘ থেকে বিজেপির কার্যকর্তা ও জেলা নেতৃত্ব পরিবর্তন যাত্রার রথ নিয়ে মুর্শিদাবাদের নওদার দিকে রওনা দিলে, সেসময় আমতলা বহরমপুর রাজ্য সড়কের উপর পুলিশ ব্যারিকেড করে রথ ও মিছিলের পথ আটকায়।

বিজেপির প্রাক্তন সাংসদ কল্যাণ চৌবে, জেলা পর্যবেক্ষক সুদীপ্ত চ্যাটার্জি, অভিনেতা কৌশিক রায় ও দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি গৌরীশঙ্কর ঘোষের সাথে তর্কে জড়ায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, অনুমতি না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের বাধা দেওয়া হয়েছে। এরপরেই বিজেপি নেতৃত্ব ও কর্মীরা রাজ্য সড়কের উপর অবস্থান বিক্ষোভে বসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments