Monday, July 15, 2024
spot_img
spot_img
Homeরাজ্যবহরমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা:-

বহরমপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা:-

 

বহরমপুরে  শনিবার দুপুরে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হলেন ২০ জন।

এই চাঞ্চল‍্যকর ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কুমড়োদহ ঘাট এলাকার কাছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাঁদেরকে ভর্তি করানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ । আর বাদ বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে নওদা থানার পাটিকাবাড়ির উদ্দেশ্যে আজ দুপুর দুটো নাগাদ ওই বেসরকারি বাসটি যাত্রা শুরু করে। তারপর বাসটি যখন কুমড়োদহ ঘাট এলাকার কাছে পৌঁছায় রাস্তার অবস্থা খারাপ থাকায় হঠাৎই বাস ড্রাইভার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি গিয়ে রাস্তার ধারে একটি নয়ানজুলিতে পড়ে যায় । জল কম থাকায় সমস্ত যাত্রীরা আহত অবস্থায় জানালা দিয়ে বাইরে বের হয়ে যান। এই ঘটনায় বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হন। বহরমপুর থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করলেও বাসের ড্রাইভার এবং খালাসি পলাতক।

দুর্ঘটনায় আহত এক যাত্রী তুলসী দাস বলেন, ‘বাসটি বহরমপুর ছাড়ার পর থেকেই প্রবল গতিতে চলছিল।  কুমড়োদহ ঘাটের কাছে হঠাৎই প্রচণ্ড জোরে আওয়াজ হয় এবং বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটে আমার জানা নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments