আবারও শিরোনামে উঠে এসেছে পশ্চিম বর্ধমান। এক কিশোরের মৃত্যু ঘিরে উঠে এসেছে ধুন্ধুমার পরিস্থিতি। যুদ্ধের রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম বর্ধমানের কুলটির বরাকরে। উত্তেজিত জনতা মঙ্গলবার পুলিশের ফাঁড়িতে ভাঙচুড় চালায়। ইট বৃষ্টি হয়। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এলাকার সমস্ত দোকান বাজার বন্ধ করে দেওয়া হয়। এরপর কুলটি থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
কেন এরকম ঘটল?
স্থানীয় সূত্রে খবর সোমবার রাতে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। চুরির অভিযোগে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরের দিনে যখন কিশোরের বাবা তাকে দেখতে থানায় যায়, তখন দেখে সে মৃত অবস্থায় পড়ে আছে। কিশোরের বাবার অভিযোগ পুলিশরায় তাকে মেরে ফেলেছে।
কিন্তু পুলিশের অভিযোগ সোমবার রাতে সে গভীর অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ আরমান। তাঁর বাবা পেশায় ছোট এক ব্যবসায়ী।