Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরবছরে ৩৭০০ থেকে ৪০০০ কোটি টাকার বিদেশী মুদ্রার সাশ্রয় হবে।

বছরে ৩৭০০ থেকে ৪০০০ কোটি টাকার বিদেশী মুদ্রার সাশ্রয় হবে।

কেরালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে, ভারত পেট্রোলিয়ামের প্রোপিলিন ডেরিভেটিভ পেট্রোকেমিক্যাল প্রোজেক্টটি উৎসর্গ করবেন।

জনস্বার্থে প্রচারিত

এই প্রকল্পে অ্যাক্রিলেট, অ্যাক্রিলিক অ্যাসিড ও অক্সো – অ্যালকোহল উৎপন্ন হবে। বর্তমানে এই সব সামগ্রী বিদেশ থেকে আমদানি করা হয়। প্রকল্পটি কাজ শুরু করলে, বছরে ৩৭০০ থেকে ৪০০০ কোটি টাকার বিদেশী মুদ্রার সাশ্রয় হবে।

পিডিপিপি কমপ্লেক্সটি তৈরি করতে ৬০০০ কোটি টাকা খরচ হয়েছে। 

সেই সঙ্গে কোচিনের উইলিংডন দ্বীপে রো-রো ভেসেল পরিষেবাও তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

জাতীয় জলপথ – ৩-এ বলগাত্তি ও উইলিংডন দ্বীপের মধ্যে আন্তর্জাতিক জলপথ পরিবহণ কর্তৃপক্ষ, ২টি রোল অন, রোল অফ ভেসেলের পরিষেবার সূচনা করবে।এরফলে কোচি শহরে যানজট হ্রাস পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments