PC News Bangla:- বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় বুরেভি, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি উপকূলে প্রথমবারের মতো স্থলভূমিতে আছড়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, দুপুরের পর সেটি রামেশ্বরমের কাছে পামবান এর কাছাকাছি অবস্থান করবে। পরে সেটি আগামীকাল সকালে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আকারে কন্যাকুমারী এবং পামবানের মধ্যে দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। এর প্রভাবে তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বুরেভির কারণে মৎস্যজীবীদের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
সামুদ্রিক ঘূর্ণিঝড়ের পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী একে পালানিস্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে এক টুইটে, শ্রী মোদী জানিয়েছেন।