— : বক্ষে ধরো : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া
নিঠুর বলে ঘেন্না করি
খাসিকাটা কসাইটাকে।
প্রতিদিনই খাবার পাতে
আমিষ কিছু ব্যাপার থাকে।
চাষা বলে তুচ্ছ ভাবি
পরিশ্রমী চাষীটাকে।
ওদের জোরেই ডালে-ভাতে
বাঁচাই মোরা জীবনটাকে।
কুলি মজুর নীচু মানুষ
দূরে থাকি ওদের থেকে।
ওদের ছাড়া দেখাও দেখি
কেমন করে থাকছ টিকে।
মরি ভীষণ অহংকারে
ছোটো বড়োর ভ্রান্তি থেকে।
ভাবো দেখি বুদ্ধি করে
ওরা যদি বসে বেঁকে !
তোমরা যারা ভদ্র মানুষ
ভাবছ শুধু নিজেরটাকে
তাদের কাছে এই অনুরোধ
ভাবো একটু হৃদয় থেকে।
আদর করে বক্ষে ধরো
কৃষক, জেলে, মজুরটাকে
দেখবে তবেই নতুন করে
ধন্য মোদের স্বদেশটাকে।