ভারতের ফের চন্দ্র অভিযান , ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO-র তৈরি চন্দ্রায়ন-২ ২০১৯ সালের ২২ জুলাই পৃথিবী ছেড়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল । কিন্তু চাঁদে পৌঁছনোর ঠিক আগেই ৭ সেপ্টেম্বর কোনও কারণে ISRO-র সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় চন্দ্রযান-২-এর রোভার ‘প্রজ্ঞান’-এর। তারপর ওই ঘটনার পর কেটে গেছে অনেক দিন।
তা বলে কি হাল জেড়ে দেবে ইসরো? না ণা নয়, বরং ইতিমধ্যেই তারা তৈরী করে ফেলেছে চন্দ্রযান ৩। ফের ভারতের শুরু হবে চন্দ্রযান অভিযান । চাদের বুকে ২০২২ সালে নামবে চন্দ্রযান রোভার। চলতি বছরেই তা পাড়ি দিত। কিন্তু করোনার দাপটে তা আর হয়নি। তাই আপাতত সিদ্ধান্ত হয়েছে আগামীবছর চন্দ্রযান ৩ রওনা দেবে চাঁদের উদ্দেশ্যে। কিন্তু এখন নির্ভর করছে করোনার উপর।
গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে ল্যান্ডার বিক্রম-কে নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ২। কিন্তু ৭ই সেপ্টেম্বর চন্দ্রযান ২-র সাথে সম্পর্ক ছিন্ন হয় পৃথিবীর। চাঁদের বুকে ভেঙে পড়ে ল্যান্ডার ‘বিক্রম’। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছিল বিক্রম-এর ধ্বংসাবশেষ।