আবারো হল ব্যাঙ্ক জালিয়াতি। এবারে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন এক সরকারী কর্মচারী। ওই ব্যক্তি প্রতারণার শিকার হয়ে কয়েক লক্ষ টাকা খুইয়ে ফেলে। তারপর ওই ব্যক্তি লিখিত অভিযোগ করেন থানায়। এমনকি সাইবার ক্রাইমেও অভিযোগ করেন তিনি। কোথা থেকে, কীভাবে, কার মাধ্যমে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।
জালিয়াতির শিকার যিনি হয়েছেন, তার নাম মোজাম্মেল হক। তার বাড়ি মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার কমলাবাড়ি এলাকায়। ৪ঠা জুলাই ওই ব্যক্তির ফোনে একটি ফোন আসে। তাকে বলেন যে আপনার এটিএম কার্ড বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি পিন নম্বর টা বলুন। ওই ব্যক্তি কোনোদিক না ভেবে পিন নং টা বলে দেন। তারপর দেখেন রাতারাতি ৪০,১৪৯ টাকা কেটে নেওয়া তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি হরিশচন্দ্র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর বুধবার মালদা ক্রাইম থানায় অভিযোগ করেন তিনি। জেলা পুলিশ জানান, কীভাবে টাকা তোলা হল, এসব খতিয়ে দেখছেন গোয়েন্দারা।