Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গফের বাড়ল বিধি-নিষেধের সময় সীমা! বন্ধ থাকছে লোকাল ট্রেন, চালু হল মেট্রো...

ফের বাড়ল বিধি-নিষেধের সময় সীমা! বন্ধ থাকছে লোকাল ট্রেন, চালু হল মেট্রো পরিষেবা:-

করোনার বিধি নিষেধ আরো ১৫ দিন বাড়ল। মেয়াদ থাকবে ৩০ শে জুলাই। বুধবার নবান্নের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। কিছু ক্ষেত্রে ছাড় দিলেও এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন। তবে সোম থেকে শুক্রবার ৫০ শতাংশ  যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালু হচ্ছে।  মেট্রো পরিষেবা বন্ধ থাকবে শনি রবিবার।

নবান্নের তরফে জারি হওয়া বিবৃতি অনুসারে, এই পর্বে  ট্রেন বন্ধ থাকবে। এই পর্বে অত্যাবশ্যকীয় পণ্যের ট্রেন এবং স্টাফ স্পেশাল ট্রেন চলবে । আগের মতই এবারেও ট্রাম-বাস, ট্যাক্সি অটো পথে নামছে। পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে এই পরিষেবাগুলি চলবে‌। আগের মতই
এই পর্বে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি-সহ অন্যান্য শিক্ষা সংস্থা গুলি বন্ধ থাকবে। বন্ধ থাকছে সমস্ত সিনেমা হল, স্পা, সুইমিংপুল। তবে আন্তর্জাতিক ক্রীড়াসূচি কথা মাথায় রেখে সকাল ছ’টা থেকে দশটা অবধি জাতীয় রাজ্য ও স্তরের প্র্যাকটিসের জন্য কিছু বিশেষ সুইমিংপুল খোলা হবে।  সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা চলবে না। রাজনৈতিক, বিনোদনমূলক বা সামাজিক সভা করা যাবে না।

রাত ৯ টা থেকে ভোর ৫ টা নাইট কারফিউ চলবে। আগের মতই বাজার দোকান খোলা থাকবে। আগের মতই খোলা থাকবে শপিং মল গুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments