Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরফের ফিরে এসেছে Joker Virus, এক্ষুনি ডিলিট করুন এই ৮টি অ্যাপ।

ফের ফিরে এসেছে Joker Virus, এক্ষুনি ডিলিট করুন এই ৮টি অ্যাপ।

অ্যান্ড্রয়েড ইউজারদের মনে ত্রাস সৃষ্টি করতে আবারো ফিরে এসেছে জোকার ভাইরাস (Joker Virus)!

বেলজিয়ান পুলিশ সতর্ক করেছে যে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অন্যতম আতঙ্ক জোকার ভাইরাস ফের নিজের প্রভাব বিস্তার শুরু করেছে। এমনকি গুগল প্লে স্টোরের বিভিন্ন অ্যাপের মধ্যে নিজেকে লুকিয়ে রেখে এটি নিজের কার্য সিদ্ধি করছে বলে দাবি করা হয়েছে। এক্ষেত্রে
জোকার ভাইরাসের কবলে থাকা প্রায় ৮টি অ্যাপ্লিকেশনের সন্ধান দিয়েছে বেলজিয়ান পুলিশ।

পরিচিত জোকার ভাইরাসটি অ্যান্ড্রয়েড ইউজারদের অনুমোদন ছাড়াই বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইব করতে সক্ষম। এই বছরের জুন মাসে প্রথমবার এই ভাইরাস কবলিত কিছু অ্যাপের কথা জানা যায়। ইতিমধ্যেই গুগল ছদ্মবেশে থাকা এই অ্যাপগুলি প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু ফের জোকার ভাইরাসে আক্রান্ত ৮টি অ্যাপ প্লে স্টোরে খুঁজে পেয়েছে বেলজিয়ান পুলিশ। তাই আপনিও যদি নিম্নলিখিত অ্যাপ্লিকেশনগুলি ডিভাইসে ইন্সটল রাখেন, তাহলে সেগুলিকে এখনই ডিলিট করুন.

জোকার ভাইরাস দ্বারা প্রভাবিত অ্যান্ড্রয়েড অ্যাপগুলির তালিকা:

১. Element Scanner,
২. Auxiliary Message,
৩. Fast Magic SMS,
৪. Free CamScanner,
৫. Travel Wallpapers,
৬. Super Message,
৭. Super SMS,
৮. Go Messages.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments