— : ফেরাই ভারসাম্য : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া
পান ক’রে পাপে গড়া মদিরা,
দূষণের কাঁধে চড়ে ব্যাধিরা
হাসে যত উল্লাসে
মরি তত সন্ত্রাসে।
মুখ বুঁজে সয়ে চলি এ পীড়া।
কারণ এযে আমারই কর্মফল
দূষিত করেছি আমি জল স্থল।
আমারই পাপে গড়া
দূষণের মহা ধারা
আমাকেই করে আজ মহা দূর্বল।
ভেঙেচুড়ে প্রাকৃতিক পরিবেশ
দূষণই তো আছে আজ অবশেষ।
এতো অতিমারি
কেন বাড়াবাড়ি ,
শেষে নাকি হতে হবে নিঃশেষ ?
যে গ্রহতে বাস করি আরামে
হানি তার বাধেনি যে শরমে ।
মুছে ফেলে একবার
অ বিবেকী কারবার
শিখি এসো দূর করা ব্যারামে ।
পৃথিবীটা মা যে হয় সকলের
মনে গড়া নয় জেনো বালকের।
তারে রাখো ভালো
ঘুচে যাবে কালো।
এ পথেই আছে কল্যাণ জগতের।
বাঁচবার পথ হল যদি বোধগম্য
এসো প্রকৃতির ফেরাই ভারসাম্য।
যাবে সব হয়ে ঠিক
খুশিময় চারিদিক।
ঘুচে যাবে যা কিছু অকাম্য।