ফাল্গুন মাসের মাঝামাঝিই দক্ষিণবঙ্গে গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। কলকাতায় পর পর দু’দিন সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ৫’ডিগ্রি ওপরে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
জনস্বার্থে প্রচার
স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-তিন দিন দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা, স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেশী থাকার সম্ভাবনা।
অসমের দিকে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে বাতাসের গতিমুখ বদলে যাওয়া এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই তাপমাত্রা উর্ধ্বমুখী।