কুড়ি জন তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি তুফানগঞ্জ বিধানসভার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকার । এদের সাংবাদিক সম্মেলন করে নাকাটি গাছ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব কুমার দাস বলেন, দলের মধ্যে যেভাবে ভেদাভেদ চলছে । নিজেদের মধ্যে মতানক্য চলছে । যার ফলে বাধ্য হয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে তাই দলের পদ থেকে পদত্যাগ করছি।
তার সাথে দুজন বুথ সভাপতি বেশ কিছু নেতৃত্বে এদিন পদত্যাগের ঘোষণা করেন । তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী কোন্দল তার বারবার প্রকাশ্যে আসছে । তাই এই ধরনের ঘটনা বলেও রাজনৈতিক মহলের ধারণা । পঞ্চায়েত নির্বাচন যতটা এগিয়ে আসবে তৃণমূলের কোন্দল আরো বাড়বে বলে ই আশঙ্কা করা হচ্ছে।
বিউরো রিপোর্ট, পি সি নিউজ বাংলা।