প্রাণনাশের হুমকি, এপ্রিল মাসের ৩০ তারিখই সলমনের জীবনের শেষ দিন। নতুন ছবি কিসি কা ভাই, কিসি কি জান ছবির প্রচারে বেজায় ব্যস্ত সলমন খান, কিন্তু বলিউডের ভাইজান সালমান খান বেশ বিপদে। একে তো বিষ্ণুই গ্যাং একের পর এক সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েই চলেছে। তারই মধ্যে যোধপুর থেকে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে হুমকি দিয়ে আসলো ফোন।

ফোনে হুমকি আসে, এপ্রিল মাসের 30 তারিখই সলমন খানের জীবনের শেষ দিন, এদিনই খুন করা হবে ভাইজানকে, আর তা যেন অভিনেতা সালমান খানকে জানিয়ে দেওয়া হয়, এই বলে নির্দেশও দেওয়া হয় ফোনে। সোমবার রাত্রিতে এরকম ফোন পেয়ে ভীষণ তৎপরতার সঙ্গে নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশে বিশেষ টীম। অভিনেতা সলমন খানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অত্যন্ত কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছুদিন থেকেই তিনি বুলেট প্রুফ গাড়িতে ঘুরছেন, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন।
এই প্রাণনাশের হুমকি ফোন আসার পর নিরাপত্তা আরও কঠোর জোরদার করা হয়েছে। পুলিশ সূত্র খবর, এই হুমকি ফোন যোধপুর থেকে এসেছে। ফোনের ওপারে যে ছিলো সে গোরক্ষক রকিভাই নামে নিজেকে পরিচয় দিয়েছে। এই ফোনের সূত্র ধরেই ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছে এবং সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।