প্রাণনাশের হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, ভক্তদের ডাকে সাড়া দিয়ে ঈদ মোবারক জানালেন সালমান খান।
ঈদের আনন্দে মাতোয়ারা ভাইজান, শনিবার সকাল থেকেই ভাইজানের বাড়ির সামনে প্রতীক্ষায় প্রহর গুনছিলেন অনুরাগীরা। তীব্র গরম, মাথায় রোদের তেজ সবকিছুকে উপেক্ষা করে প্রিয় তারকাকে এক বার চোখের দেখা দেখবেন বলেই গ্ল্যালাক্সির সামনে কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সলমন ভক্তরা। নিরাশ করলেন না ভাইজান, তিনি সকল দর্শককে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মূলত, গত কয়েকমাস ধরে লাগাতার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফে প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। তা সত্ত্বেও এদিন ভক্তদের খালি হাতে ফেরালেন না। নায়কের এই সাহসিকতায় মুগ্ধ অনুরাগীরা। তাঁকে ঘিরে ছিল করা নিরাপত্তা, বন্দুকধারী সিকিউরিটি গার্ডরা এক মুহূর্তের জন্য চোখের আড়াল করলেন না সলমনকে। উত্তেজিত জনতাকে সামাল দিতে হিমসিম খেল পুলিশ। মুম্বাই পুলিশের তরফে ভাইজানকে সতর্ক এবং সাবধানে থাকার অনুরোধ বা নির্দেশ দেওয়া হয়েছে, তবুও প্রাণনাশের হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভক্তদের ডাকে সাড়া দিয়ে পবিত্র ঈদ মোবারকের শুভেচ্ছা বিনিময় করলেন সালমান খান।