Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখবরপ্রয়োজনীয় যাবতীয় জিনিসের ব্যাবস্থা করেছে সপ্তপুরি।

প্রয়োজনীয় যাবতীয় জিনিসের ব্যাবস্থা করেছে সপ্তপুরি।

ইয়াস ঝড়ের আগাম সতর্কতার জন্য কান্দি মহুকুমার বগবুদেরদের নিরাপদ আশ্রয়ে রাখার ব্যাবস্থা করলে সপ্তপুরি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াশ, ইয়াশ ঘূর্ণিঝড়ের হাত থেকে কান্দি মহকুমার ভবঘুরে মানুষদের বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করল সপ্তপুরি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা কান্দি থানার সহযোগিতায়।

কান্দি নামু কান্দি বিদ্যালয়ে ভবঘুরে মানুষদের নিরাপদে রেখেছে সপ্তপুরি।যেসব মানুষের মাথায় ছাদ নেয় তাদের নিরাপদে নিয়ে আসছে সপ্তপুরির সদস্যরা।এখানে তাদের দুই বলার খাবার খেতে শুরু করে প্রয়োজনীয় যাবতীয় জিনিসের ব্যাবস্থা করেছে সপ্তপুরি।

এখানে আশ্রয় নেয়া ভগবুরেরা সপ্তপুরি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের কুর্নিশ জানিয়েছে।পাশাপাশি সপ্তপুরি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুদীপ অধিকারী কান্দি থানার আইসি সুভাস চন্দ্র ঘোষেকে ধন্যবাদ জানিয়েছে তাদের এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments