Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeকলকাতাপ্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আজ কলকাতা থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকী উদযাপনের...

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আজ কলকাতা থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করবেন।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আজ কলকাতা থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করবেন।

জনস্বার্থে প্রচারিত

কেন্দ্র এবার থেকে ২৩-শে জানুয়ারি দিনটি “পরাক্রম দিবস” হিসেবে পালন করার কথা আগেই জানিয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং জাতীয় গ্রন্থাগারে নেতাজীকে নিয়ে আয়োজিত দু’টি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলংকৃত করবেন।

জাতীয় গ্রন্থাগারে একবিংশ শতকের প্রেক্ষাপটে নেতাজির চিন্তা ও দর্শনের পর্যালোচনা শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। তার সমাপ্তি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেমিনারে মূল ভাষণ দেবেন ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন প্রধান অরূপ রাহা।

 

ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির লেখা চিঠির একটি সঙ্কলন প্রধানমন্ত্রী উপস্থিতিতে প্রকাশিত হবে। সম্বর্ধনা দেওয়া হবে আজাদ হিন্দ বাহিনীর কয়েকজন প্রাক্তন সেনা কর্মীকে ।

সেখানে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।
আজ রাতেই প্রধানমন্ত্রী দিল্লি ফিরে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments