প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, তৃণমূলের আমলে রাজ্যে চিটফান্ড শিল্প ছাড়া অন্য কোন শিল্প তৈরি হয়নি।
গত দশ বছরে কিছু করতে না পেরে এখন ভোটের আগে মুখ্যমন্ত্রী শিল্পের কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছেন।
বিজেপি তৃণমূল দুটি দলই চিটফান্ডে প্রতারিত হওয়া মানুষদের টাকা ফেরতের কথা না বলে শুধু খেউড়ের রাজনীতি শুরু করছে।সারদায় প্রতারিতদের টাকা ফেরতের দাবিতে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলেও অধীর বাবু জানান।