অমৃত মহোৎসব’ উপলক্ষে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে দেশের স্বাধীনতা আন্দোলনের উপর এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রিজিওনাল আউটরিচ ব্যুরো।
জনস্বার্থে প্রচার
এই প্রদর্শনীর উদ্বোধন করেন ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামের মহানির্দেশক এ.ডি চৌধুরী। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবন ও দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁদের অবদান এই প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে। বহু দুষ্প্রাপ্য ছবি ও ঐতিহাসিক দলিল প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৩০ সালের ১২ মার্চ সবরমতী থেকে ঐতিহাসিক যাত্রা শুরু করেন গান্ধীজী। ওই ঘটনাকে স্মরণে রেখেই আজ থেকে প্রদর্শনীর সূচনা হয়েছে। ১৬ তারিখ পর্যন্ত প্রদর্শনীটি চলবে। সর্বসাধারণের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা এ.এ মাও, রিজিওনাল আউটরিচ ব্যুরোর অধিকর্তা এ.কে.এ লাকরা, পিআইবির এডিজি জেন নামচু প্রমুখ।