প্রথম দফার ভোট গ্রহণের জন্যে এপর্যন্ত ১৯টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এরমধ্যে পূর্ব মেদিনীপুরে ৭, পশ্চিম মেদিনীপুরে ৫, ঝাড়গ্রামে ৩ ও পুরুলিয়ায় ৪-টি বলে জানতে পারা গিয়েছে।
প্রথম দফার জন্যে স্পর্শকাতর বুথ চিহ্নিত করার কাজ চলছে। সি ভিজিল অ্যাপে এখনও পর্যন্ত যে এক হাজার ১৮৪টি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে ৮৩৬টি অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ায় একশো মিনিটের মধ্যে তার সবকটি নিষ্পত্তি করা হয়েছে বলে খবর।
গত ২৪ ঘণ্টায় ৫৯ লক্ষ টাকার সোনা ও এক কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলেও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন জানান।