Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeপুজোর সেরা মুখ 2022পূজোর সেরা মুখ ২০২২ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়মাবলী জেনে নিন।

পূজোর সেরা মুখ ২০২২ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়মাবলী জেনে নিন।

প্রতি বছর PC Newsবাংলার শুভানুধ্যায়ীদের আর্শীবাদে এবং এস এস হিউম্যান রাইট ফাউন্ডেশনের জাতীয় কমিটির সদস্য মাননীয় প্রতাপ চুনারী মহাশয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান আমরা নির্বিঘ্নে সম্পন্ন করি।
এবছরও আগামী 25 সেপ্টেম্বর হইতে 5 অক্টোবর পর্যন্ত 10 দিন ব্যাপি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে PC News বাংলার পোর্টালে।

যে সকল ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাহারা আজ থেকে আমাদের whatsapp নম্বর 7863929235 এই নম্বরে আপনার সেরা সেলফিটি পাঠিয়ে দিন আমাদের।

“পুজোর সেরা মুখ২০২২” অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়মাবলী:
🔵আপনার সেরা সেলফি শুধুমাত্র 7863929235 এই whatsapp নম্বরে পাঠাতে হবে।

🔵 ছবিতে পুজোর ছোয়া থাকা বাধ্যতামূলক।

🔵ছবি দেওয়ার সময়সীমা 4 অক্টোবর সন্ধ্যা 6টা পর্যন্ত।

🔵ছবির সঙ্গে স্থায়ী ঠিকানা থাকা বাধ্যতামূলক।

🔵ছবি ফেসবুক পেজে পোস্ট হওয়ার পর PC News বাংলা পেজ Like ও পেজে 5* রেটিং করা বাধ্যতামূলক।

🔵৮সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত পেজে পোস্ট হওয়া ছবি লাইক কমেন্ট শেয়ারের ভিত্তিতে প্রথম তিন জনকে পুরস্কার দেওয়া হবে।

🔵প্রত্যেকে লাইক কমেন্ট করার জন্য সর্বাধিক 72 ঘন্টা সময় পাবেন, এর পরে সর্বোচ্চ 30 টি লাইক কমলে/বাড়লে আপনার ছবি পেজ থেকে মুছে ফেলা হবে।

🔵আপনার অনুমতিতে পোর্টালে ছবি পোস্ট করা হবে,তাই পোস্ট করার পর তা ডিলিট করা যাবে না।

🔵কোন ব্যক্তি বিনা অনুমতিতে অংশগ্রহণকারীদের ছবি সংরক্ষণ(download) করলে সাইবার আইনে অপরাধী বলে গণ্য হবেন। সেক্ষেত্রে PC News বাংলা কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিতে বাধ্য।

🔵যেহেতু PC News বাংলা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সম্প্রচার মন্ত্রকের নথিভুক্ত একটি খবরের চ্যানেলে তাই এখানে কোন জালিয়াতি হয়না।

আপনার পাঠানো তথ্য আমাদের কাছে সুরক্ষিত থাকবে।

🔵PC Newsবাংলার উদ্যোগে এবং SSHRF এর জাতীয় কমিটির সদস্য প্রতাপ চুনারী মহাশয়ের সহযোগিতায় এবং স্বদেশ বিশ্বাসের সঞ্চালনায় “পুজোর সেরা মুখ ২০২২” অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো সাহায্যের জন্য ফোন করুন আমাদের হেল্পলাইন নম্বর: স্বদেশ বিশ্বাস- 7863929235, বিজয় বাইন-9083577456, সুমন পাল -7980017662, রাজকুমার মন্ডল-9832451030, অতিরিক্ত হেল্পলাইন নম্বর:- 9434674111 & 9933375229 এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট:www.pcnewsbangla.com
ধন্যবাদ🙏
*T&C Apply

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments