Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeখবরপ্রতিটি বুথের দুশো মিটার পর্যন্ত এলাকাও থাকবে আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে।

প্রতিটি বুথের দুশো মিটার পর্যন্ত এলাকাও থাকবে আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে।

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে যে ৩০ টি আসনে ভোট নেওয়া হবে, তার সবকটি বুথকেই নির্বাচন কমিশন, স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে দশ হাজার ২৮৮ টি বুথের প্রত্যেকটিতেই ছয় থেকে আট জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রাখা হবে।

প্রতিটি বুথের দুশো মিটার পর্যন্ত এলাকাও থাকবে আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। পরিস্থিতি বুঝে রাজ্য পুলিশকেও কাজে লাগানো হবে। প্রথম দফায় রাজ্যে আসছে ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সংশ্লিষ্ট এলাকায় রুটমার্চ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments