Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরপুলিশ কর্মীদের চিকিৎসা ক্ষেত্রে সাহায্যের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

পুলিশ কর্মীদের চিকিৎসা ক্ষেত্রে সাহায্যের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা বলেছেন, আয়ুষ্মান CAPF প্রকল্প কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য পর্যায়ক্রমে চালু করা হবে।

কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী CISF-এর ৫২-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী ভাল্লা বলেন, গত মাসে গুয়াহাটিতে পুলিশ কর্মীদের চিকিৎসা ক্ষেত্রে সাহায্যের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

তিনি বলেন, এই প্রকল্পের আওতায় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা দেশের ২৪ হাজার হাসপাতালে বিনামূল্য চিকিৎসা পরিষেবা পাবেন। এর পাশাপাশি তাঁদের স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে প্রতি বছর তাঁরা মেডিকেল চেকাপের সুবিধা নিতে পারবেন।

পরিবারের সদস্যরা তিন বছরে একবার এই সুবিধা পাবেন। তিনি আরও বলেন CAPF-এর আধুনিকীকরণের জন্য কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থের বিনিময়ে আধুনিক অস্ত্রশস্ত্র ক্রয় ও প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments