মালদহ আদালতে পুলিশ আবেদন করেছিল যে হানের কোভিড পরীক্ষা হবে। এই আবেদনকে অনুমোদন দিয়েছে মালদহ আদালত। হানের শরীরে কি কোনো চিপ লুকানো আছে? এই প্রশ্নের উত্তর জানার জন্য তদন্তকারীরা তার শরীরের সিটিস্ক্যান করার কথা ভাবছে।
হান কীভাবে ভারতে প্রবেশ করল? সে উত্তর জানতে তদন্তকারীরা হানকে সাথে নিয়ে গিয়ে ঘটনার পুনঃ নির্মাণ করলেন। আইফোনের পাসওয়ার্ড ও ল্যাপটপ খোলার জন্য মান্দারিন ভাষা জানা ব্যক্তির খোঁজ করছে পুলিশ।
হানের ভারতে আসার পেছনে রয়েছে আরও বড় কারন? সেই কারণ জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসারেরা।