Thursday, September 19, 2024
spot_img
spot_img
Homeরাজ্যপুলিশের জালে এবার ধরা পড়ল ভুয়ো অ্যাসিস্টেন্ট:-

পুলিশের জালে এবার ধরা পড়ল ভুয়ো অ্যাসিস্টেন্ট:-

অনেক কিছুই তো ভুয়ো বেরোলো, এবার বেরোলো ভুয়ো অ্যাসিস্ট্যান্ট। এই চাঞ্চল‍্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার চার নম্বর এলাকায়। অভিযুক্তের নাম হল আকাশ দাস।অভিযুক্তের আসল বাড়ি উত্তর ২৪ পরগনার রাজীবপুরে। সে নিজেকে হাসপাতালের পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিতেন।  রবিবার সকালে প্রতারিতরা কোনোক্রমে জানতে পারেন প্রতারক শেরপুরে রয়েছে।  তারপর প্রতারিত রা তাকে অশোক নগর পুলিশের হাতে তুলে দেয়‌।

প্রতারিতদের অভিযোগ, বাড়িতে প্রতিবন্ধী সদস্য থাকলেই আকাশ নাকি তাদের বাড়িতে পৌঁছে যেত। এবং তাদের বলত , সে নাকি প্রতিবন্ধী সার্টিফিকেট করে দেবে আর এর ফলে প্রতিবন্ধীরা ভাতা পাবে। আর এই কাজের জন‍্য সবার কাছ থেকে এক- দু হাজার টাকা করে নিত।

হাবরা আমডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো মানুষের কাছ থেকে এই ভাবে টাকা নিয়েছে ওই আকাশ দাস। এমনটাই অভিযোগ প্রতারিতদের।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments