আধার কার্ডকে বৈধ ও সাংবিধানিক বলে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তা পুনর্বিবেচনার আবেদন সর্ব্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে।
জনস্বার্থে প্রচারিত
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ চার-এক সংখ্যা গরিষ্ঠতায় পুনর্বিবেচনার আবেদন বাতিল করে দিয়েছে।
বিচারপতি এ-এম খানউইলকার, ডি ওয়াই চন্দ্রচূড়, আশোকভূষণ, এস আব্দুল নাজির এবং বি আর গাভাই-এর বেঞ্চে বিষয়টি শুনানি হয়।
একমাত্র বিচারপতি চন্দ্রচূড়, অন্যদের সঙ্গে অসহমত প্রকাশ করে বলেন, সাংবিধানিক বেঞ্চে আধার বিল নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, রিভিউ পিটিশন নিয়ে রায় স্থগিত রাখা উচিত।