পুত্রবধূ পছন্দ না হওয়ায় ২ লক্ষ টাকা সুপারি কিলারকে দিয়ে বৌমাকে খুন করার চেষ্টা শাশুড়ির। পুত্রবধূ পছন্দ হয়নি শাশুড়ি মায়ের, বৌমাকে খুন করার উদ্দেশ্যে 2 লক্ষ টাকা সুপারি কিলারকে দিয়ে কিডন্যাপ করায় শাশুড়ি।

এই জঘন্যতম ঘটনায় শ্বশুরবাড়ির সদস্যরা পালিয়ে গেলেও পুলিশের হাতে গ্রেপ্তার শাশুড়ি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার নরেন্দ্রপুর কাদারহাতে এলাকায়। পুত্রবধূর অভিযোগ, দুদিন আগে তাকে অপহরণ করে বারুইপুর এলাকায় একটি ঘরের মধ্যে আটকে রাখা হয় গৃহবধূকে। পুলিশ ও গৃহবধূ সূত্রে জানা গিয়েছে, বারুইপুর পুলিশ জেলার এক পুলিশ পরিচয় দিয়ে ওই গৃহবধূকে বারুইপুর এসপি অফিসে নিয়ে যাওয়ার নাম করে বারুইপুরের একটি বাড়িতে আটকে রাখে।
পরে পুলিশ দুদিন পর উদ্ধার করে তদন্তে উঠে আসে, ওই গৃহবধূর পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও গৃহবধুর শাশুড়ি পরি মণ্ডলকে গ্রেফতার করেন নরেন্দ্রপুর থানার পুলিশ। অপরিহিত মহিলার বাপের বাড়ি সোনারপুরের বিদ্যাধরপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।