PC News বাংলা : – বীরভূম জেলার জয়দেব কেন্দুলিতে সকালে অজয় নদে স্নান করে বহু মানুষ রাধাবিনোদ মন্দিরে পুজো দিচ্ছেন।
তবে, করোনা পরিস্থিতিতে এবার কেন্দুলির মেলা বসছে না। বাউলদের সংখ্যাও কম। বিভিন্ন জায়গা থেকে প্রতিবার যেমন সাধু সন্তরা ভিড় জমান, এবার তা লক্ষ্য করা যাচ্ছে না। গোটা তিরিশেক বাউল ও কীর্তনের আখড়া বসেছে।
কোনো অবস্থাতেই যাতে ভিড় না হতে পারে, সেদিকে পুলিশ প্রশাসন নজর রাখছেন। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঘন ঘন প্রচার চালানো হচ্ছে।
মেলা না হলেও, মকর সংক্রান্তির পুণ্যস্নানে কোনো বিধি নিষেধ নেই বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।