প্রতি বছরের ন্যায় এবছর 6 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত SS Human Rights Foundation এই সংগঠনের জাতীয় কমিটির সদস্য, মাননীয় প্রতাপ চুনারী মহাশয়ের সহযোগিতা ও অনুপ্রেরণাই, PC News বাংলা নিউজ পোর্টালের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে “পুজোর সেরা মুখ 2021” অনুষ্ঠান। লাইক-কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে
আপনিও হয়ে যেতে পারেন এবারের পুজোর সেরা মুখ,,এবং জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।।।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আজই যোগাযোগ করুন PC NEWS বাংলার ফেসবুক পেজে বা 94346 74111 এই নম্বরে।
“পুজোর সেরা মুখ 2021” অনুষ্ঠানের কিছু নিয়মাবলী::
1. ছবি শুধুমাত্র whatsapp(7863929235) এর মাধ্যমে পাঠাতে হবে।
2. অংশগ্রহণ করতে শুধুমাত্র ২৫ টাকা ধার্য্য করা হয়েছে।
এটি আপনি অনলাইনে (upi,phone pay,google pay,paytm) বা আপনার নিকটবর্তী পুজো মণ্ডপের পুজোর সেরা মুখের প্রতিনিধির কাছে জমা দিতে পারেন। তবে রসিদ অবশ্যই সংগ্রহ করবেন।
3. ছবি 4অক্টোবর থেকে 15 অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পাঠাতে পারবেন।
4. এই অনুষ্ঠানের ফলাফল ঘোষণা হবে 20অক্টোবর।
5. প্রত্যেকে ছবির লাইক-কমেন্ট-শেয়ার করার জন্য 5 দিন সময় পাবেন।
6. 5 দিনের লাইক-কমেন্ট-শেয়ারের উপর ফলাফল নির্ভর করবে।
এই 5 দিনের পর সর্বাধিক 50 টা লাইক বৃদ্ধি পেলে বা সর্বনিম্ন 15 টি লাইক কমে গেলে রিজেক্টেড হবেন।
7. “পুজোর সেরা মুখ” অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে, পি সি নিউজ বাংলা পেইজ লাইক বা ফলো করা বাধ্যতামূলক।
যে সমস্ত ব্যক্তি আমাদের কুপন সংগ্রহ করবেন, কুপনের ছবিসহ আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে: 7863929235…
বিশদে জানতে যোগাযোগ করুন: 9933375229/ 9434674111/ 7863929235/ 9064638962/ 8509784016/ 7980017662/ 6296566728….
*T&C Apply