Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeখবরপানিয় জলের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ মহিলা ও শিশুদের।

পানিয় জলের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ মহিলা ও শিশুদের।

পানিয় জলের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ মহিলা ও শিশুদের। জয়পুর থানার পুলিশের মধ্যস্থতাতে অবরোধ ওঠে, হাওড়া, হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লক, আমতা বিধানসভার অন্তর্গত ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তফসিলি জাতি প্রাধান্য এলাকার কলশডিহি তে, আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার সতেরো এপ্রিল সকাল নটা থেকে পর্যায়ক্রমে বেলা সাড়ে দশটা পর্যন্ত চলে পথ অবরোধ ও বিক্ষোভ দেখালেন কয়েকশো ভুক্তভোগী মহিলা ও শিশু সহ পুরুষ কয়েক শতাধিক সামিল হন। জয়পুর বাগনান বাস, কুলিয়া তেখালা অটো, এছাড়াও আরো বিভিন্ন ধরনের রুটের টোটো অবরোধে আটকে পড়ে বলে জানা গেছে। এলাকার বাসিন্দা কার্তিক দলুই বলেন গণ আবেদন করা হয়েছে এলাকার প্রধানের কাছে তিনি সমস্যা সমাধানের জন্য কোন সুরাহা করতে আসেনি। এলাকার বাসিন্দারা মহিলারা বলেন নিম্ন মানের পাইপ লাইনের মাধ্যমে টাইম কলের পানি দেওয়ার চেষ্টা করে কিন্তু গ্রামের শেষ সীমানা হওয়ার ফলে ঠিক ঠাক ভাবে পানিয় জলের সমস্যা দেখা দিয়েছে।এলাকার বাসিন্দারা আরো বলেন যে কটা টিউকল আছে তা দেখভালের অভাবে এলাকার পর এলাকা পানিয় জলের সমস্যায় জর্জরিত ।এমনিতেই বৈশাখের তাপমাত্রা বৃদ্ধির জন্য হাসফাস অবস্থা তার মধ্যে টাইম কলের জল সরবরাহ অনিয়মিত হয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে ।দীর্ঘ দিনের জমানো কষ্ট দুঃখ বেদনা আজ বিক্ষোভ অবরোধের মাধ্যমে থানার পুলিশ কে জানান তাঁরা ।এলাকার বাসিন্দা ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন সদস্য বিলাস দলুই বলেন তীব্র তাপমাত্রা বৃদ্ধির ফলে, জল জন্তনা এলাকার টিউকল বিকল হয়ে আছে, তার উপর অনিয়মিত টাইম কালের জল সরবরাহ ফলে এলাকার বাসিন্দারা নিদারুণ সমস্যায় পড়েছে ।জন প্রতিনিধি দের জানিয়ে কোন ধরনের সহযোগিতা ও সুরাহা হয়নি ফলে আজকে এলাকার বাসিন্দারা মহিলা ও শিশু সহ পুরুষ বিভিন্ন পাড়ার বিক্ষোভ ও অবরোধে সামিল হন।জয়পুর থানা সূত্রে জানা গেছে সমস্যা সমাধানের জন্য আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে পি এইচ ই র আধিকারিক কে জানানো হয়েছে, জয়পুর থানার পুলিশ ও পিএইচ , ইর আধিকারিক রা আজকে বিকালে এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে বলে জানা গেছে । এ সম্পর্কে প্রধান কে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয় অবগত আছি, চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments