Sunday, December 10, 2023
spot_img
spot_img
Homeখবরপাট ও পেঁয়াজের ন্যায্য দামের দাবি ও লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে এবং অস্বাভাবিক...

পাট ও পেঁয়াজের ন্যায্য দামের দাবি ও লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে CPIM পার্টির ব্লক সমাবেশ।

মুর্শিদাবাদ জেলার নওদা থানার অন্তর্গত আমতলা বয়েজ ক্লাবের সামনে সিপিআইএম পার্টির ব্লক সমাবেশ অনুষ্ঠিত হলো।

আজকের সমাবেশে ১০০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেন। পাট ও পেঁয়াজের ন্যায্য দামের দাবিতে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মানুষের হাতে পঞ্চায়েত ফেরাতে এই ব্লক সমাবেশ বলে জানান, সিপিআইএম এর নেতা ও কর্মী সমর্থকরা। আজকের এই জনসভায় উপস্থিত ছিলেন, রাজ্য কমিটির সদস্য মাননীয় আভাস রায়চৌধুরী, জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা মহাশয়, জেলা কমিটির সদস্য ও হরিহরপাড়ার প্রাক্তন বিধায়ক মাননীয় ইনসার আলী, জেলা কমিটির সদস্য মাননীয় জামাল হোসেন, সিপিএম পার্টির লড়াকু নেতা কমরেড গোরাচাঁদ ঘোষ এবং সৌমিক মন্ডল মহাশয়, এছাড়াও নওদা এরিয়া কমিটির সম্পাদক মাননীয় শহিদুল সরদার ও পাটিকাবাড়ি এরিয়া কমিটির সম্পাদক হুমায়ুন কোবির মহাশয় সহ সিপিএম পার্টির নেতা ও সদস্যবৃন্দগন, শারীরিক অসুস্থতার কারণে সমাবেশে উপস্থিত হতে পারেননি মাননীয় সুজন চক্রবর্তী মহাশয়, মানুষের ভিড়ে আমতলা বাজার বেশ কিছুক্ষণের জন্য অচল হয়ে পরেছিল বললেই চলে।
আজকের সমাবেশে আচমকাই যেন জনসমুদ্র হয়ে উঠেছিল, মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments