পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এলাকার শুভজিৎ রায় নামের এক যুবক তার মা অঞ্জলি রায়ের অসুস্থতার কারণে গত 30মে দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করেন।
শুভজিৎ রায়ের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় গত 20 জুন অঞ্জলীদেবী মারা যান।
এরপর শুভজিৎ তার মায়ের মৃত্যুর সঠিক তদন্তের জন্য জেলাশাসক,আইনমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন।এখনও সঠিক বিচারের দাবিতে রয়েছেন শুভজিৎ রায়।
দুর্গাপুর থেকে স্বদেশ বিশ্বাসের রিপোর্ট, PC News বাংলা