প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের খড়গপুরে এক নির্বাচনী জনসভায় যোগ দেন। তিনি বলেন, রাজ্যে আসল পরিবর্তন হবে। পিছিয়ে পড়া এবং জঙ্গলমহলে পরিশ্রুত পানীয় জল সরবরাহ, উপজাতি অঞ্চলের সংস্কৃতিকে রক্ষ করা, হিমঘর স্থাপন এবং কৃষিক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
জনস্বার্থে প্রচার
তৃণমূল কংগ্রেসের ইস্তাহারের সমালোচনা করে শ্রী মোদী বলেন, গত ১০ বছরে রাজ্যে কোনো উন্নয়ন হয়নি, অথচ তাঁরাই ১০টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করছে। পশ্চিমবঙ্গের যুবকদের ভবিষ্যৎ নিয়ে খেলা বন্ধ করার ডাক দিয়ে তিনি বলেন, বাংলার বিকাশ অবরুদ্ধ হয়ে পড়েছে।