Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeখবরপর্যালোচনা করতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্য সফরে আসছে।

পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্য সফরে আসছে।

নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্য সফরে আসছে। কমিশন সূত্রে জানা গেছে আগামী ২৩-শে মার্চ মঙ্গলবার, নির্বাচন কমিশনাররা রাজ্যে আসছেন। ওই দিন দুপুরে তাঁরা, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সাথে বৈঠক করবেন।

জনস্বার্থে প্রচারিত

পরে দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা এই ৮ টি জেলার ডিএম, এসপি এবং অফিসারদের সঙ্গে তাঁদের বৈঠকের কথা রয়েছে।

পশ্চিমবঙ্গ সফরকালে, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এবং বিভিন্ন আধিকারিকদের সঙ্গে নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখে বেঞ্চ পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর ২৪-শে মার্চ, বুধবার, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হবে। ঐদিন দুপুরে বেঞ্চের সদস্যরা দিল্লি ফিরে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments