Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরপরিবার পিছু দশ’লক্ষ টাকা ক’রে আর্থিক সহায়তা দানের কথা জানিয়েছে।

পরিবার পিছু দশ’লক্ষ টাকা ক’রে আর্থিক সহায়তা দানের কথা জানিয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারও মৃতদের পরিবার পিছু দশ’লক্ষ টাকা ক’রে আর্থিক সহায়তা দানের কথা জানিয়েছে। গতরাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর্থিক সাহায্যের পাশাপাশি মৃতদের প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দেবার কথা ঘোষণা করেন।

জনস্বার্থে প্রচার

এদিকে, রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। চার সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন প্রিন্সিপ্যাল চিফ সেফটি অফিসার ড. জয়দীপ গুপ্তা।

উল্লেখ্য, বিধ্বংসী এই অগ্নিকান্ডে ৯’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আছেন চার-দমকল কর্মী, এক-RPF কর্মী, একজন রেলের আধিকারিক ও হেয়ার স্ট্রিট থানার একজন ASI ।

মৃত দমকল কর্মীরা হলেন-গিরীশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, ASI- অমিত ভাওয়াল, রেলের রক্ষী সঞ্জয় সাহানী ও চিফ কমার্শিয়াল ম্যানেজার- পার্থসারথী মণ্ডল। আরেকজন রেলকর্মী সুদীপ দাশের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একজনের পরিচয় এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments