Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeকলমে"পরিবর্তন চাই" প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“পরিবর্তন চাই” প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

1)– : পরিবর্তন চাই : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

বিরক্ত ধরে গেল দাদা
দুঃসংবাদ শুনে গাদা গাদা।
কী করে চলে বাবুয়ানা
জালিয়াতি আর প্রতারণা ?

মাদকের কারবার এই শহরে
বাড়ছে লম্বায় অতি বহরে।
চুরি ডাকাতি আর মস্তানি
দেখে শুনে লাগে পস্তানি।

ঘুষের কারবার চলছে রমরমা
আমাদের দেশ কিছুতেই নয় কমা।
সরকারি কর্মী ঠগায় মানুষ
ঘুষ খেগো চামড়া বড্ড বেহুঁশ !

ঠগে ঠগে গোবেচারা আজ
মেনে চলি ঠগিদেরই রাজ।
ঠগি বসে বড়ো পদে সব
লাভ পায় তাদেরই স্বজন বান্ধব।

শিক্ষার মান আজ কোথা নেমেছে
পরীক্ষা নেই, পাশ ফেল সব মিছে।
পড়ুয়ার ভবিষ্যৎ আজ নষ্ট
দেখে হায় লাগে মনে কষ্ট ।

মানুষের মানবতা লুপ্ত
জেগে থাকা জ্ঞানীরাও সুপ্ত।
ভালো আশা করি কীসে হায়
ভালো কিছু আমারও তো নাই।

করোনার বাড়াবাড়ি কমবে ?
বিধি ভেঙে লোক হেথা জমবে।
মানুষের এরকম ব্যবহার
ডেকে আনে যত হাহাকার।

আর দেরি সয় না শরীর বা মন
শিশুদের উদ্বেগ বাড়ছে কেমন।
পরিবর্তন চাই এই নিয়মের
নইলে হবে শেষ এই সমাজের।

2)– : মিলে মিশে : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

বন্যপ্রাণির প্রতি এমন বর্বরতা
কলঙ্কিত করল ভীষণ মানবতা।
নিরীহ সব বাঁদরগুলো
নষ্ট করে কলা মুলো।
তাই বলে আজ দেখতে হবে নৃসংশতা ?

পেটের দায়ে নষ্টে ওরা চাষির ফসল
মনুষ্যেতর বনের পশু, খুবই দুর্বল।
তোদের যখন অত্যাচারে
অনেক প্রাণি ধরা ছাড়ে,
তোরাই যখন দিস গুঁড়িয়ে এই ধরাতল ?

মানুষ তোরা ? হচ্ছে মনে পশুর অধম
এই তো সেদিন হস্তিনীকে খাওয়ালি বোম।
মানব জাতির করে বদনাম
হচ্ছে তোদের এ কোন সুনাম ?
দেখ প্রকৃতি দিচ্ছে কেমন শাস্তি চরম !

দম্ভভরে ভাঙিস তোরা এই পরিবেশ
রোগে ভুগে দেখনা ক’জন র’স অবশেষ ।
প্রকৃতিকে আঘাত করা
নিজের পায়ে কুড়ূল মারা।
ক্রুদ্ধ সয়ে প্রকৃতি মা অনন্ত ক্লেশ।

পেশীর বলে ভাবিস তোরা খুব মহা বীর
করোনা সে ব্যাধির কাছে নোয়ালি শির।
একটু বাছা দেখনা ভেবে
তোদের যখন মরণ হবে,
কী ভবিষ্যৎ রাখবি তোদের সন্তানাদির ।

মাংসাশীরা শিকার ধরে পেটের জ্বালায়
রিপুর বশে মানুষ কেন পৃথ্বী জ্বালায় ?
অমানুষ তোর অপকম্ম
ধ্বংসায় প্রকৃতির ভারসাম্য।
জেনে বুঝে আনিস ডেকে অকাল প্রলয়।

হাত-পা নয়, আচরণ হওয়া চাই মানুষের
এসো শপথ নিই, করব না কাজ বেহুঁশের।
এই পৃথিবীর পশু প্রাণি
অবাঞ্ছিত কেউ না জানি।
মিলে মিশে হেথা থাকা হোক সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments