পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রাধাবল্লভপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা মেরে ব্রিজ ভেঙে লরি পড়লো খালে। মৃত্যু হয়েছে এক পথচারীর।
গুরুতর আহত লরির চালক সহ খালাসী। ঘটনাস্থলে স্থানীয়রা ওই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। নাম অশোক বেরা, বাড়ি নারায়ণদাড়ি।
জনস্বার্থে বিজ্ঞাপন
অপরদিকে লরির ড্রাইভার ও হেলপারকেও উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা গুরুতর। তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।