পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রির অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে।
১০ থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি করেছেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি ও তাঁর স্বামী তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক আশরাফুল হক। শুক্রবার রাতে নিজেদের বাসভবনে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন তাঁরা। পাশাপাশি তাঁরা জানিয়েছেন। এবছর নির্দল হিসেবেই পঞ্চায়েতে লড়াই করবেন, ভোটের আগে পঞ্চায়েত সমিতির সভাপতির তরফে খোদ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে শাসক দল, যদিও মন্ত্রী তজমুল হোসেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
