নীলপূজা উপলক্ষে মুড়াগাছা পোস্ট অফিস ময়দানে প্রথমবার চড়ক মেলার আয়োজন।নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত মুড়াগাছা পোস্ট অফিস ময়দানে এই প্রথমবার নীলপুজো উপলক্ষে চরক মেলার উদ্বোধন করা হলো। তবে আশেপাশে বিভিন্ন এলাকায় নীলপূজো উপলক্ষে সন্ন্যাসীদের মেলা বসেছে বেশ কয়েক জায়গায়।এবার থেকে প্রত্যেক বছরই মুড়াগাছা পোস্ট অফিস ময়দানে গাজনের মেলা ও চড়ক ঘোরানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে। প্রথমবার হলেও বেশ ভিড় জমেছে মেলা চত্বরে, চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাউল গানের আসর। চরক মেলায় বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে বসেছে বিভিন্ন খাবারের দোকান। এই মেলায় বিভিন্ন গ্রামের সন্ন্যাসী সহ এলাকার মানুষজনের সমগম হয়েছে চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে সন্ন্যাসীরা এসে চরকে পাক খাচ্ছেন এবং পুরনো প্রথা অনুযায়ী মেলা পরিদর্শন করে পাপড় খেয়ে অনুষ্ঠান সম্পূর্ণ করেন।
আপনি হয়ে যান রিপোর্টার। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদের জানান:- 9434674111