কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়ে বলেছেন, উত্তরাখণ্ডের চামোলী জেলায় রবিবারের তুষারধ্বসের পর সেখানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কেন্দ্র সম্ভাব্য সবরকম ব্যবস্থা নিচ্ছে। আজ রাজ্যসভায় শ্রী শাহ এক বিবৃতিতে বলেন, নীচু এলাকায় আর বন্যার কোনো আশঙ্কা নেই বলে রাজ্য সরকার জানিয়েছে।
জনস্বার্থে প্রচারিত
নদীগুলিতে জলস্তরও কমে আসছে। শ্রী শাহ সভায় জানান, সমুদ্রতল থেকে প্রায় পাঁচ’হাজার ৬০০ মিটার উচ্চতায় এই তুষারধ্বস হয়েছিল। এনটিপিসির ১২ জন এবং ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এনটিপিসির আর একটি প্রকল্পের একটি সুড়ঙ্গে ২৫ থেকে ৩৫ জন আটকে আছেন। তাঁদের উদ্ধারের কাজ চলছে।