Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeখবরনিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা।

নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা।

০৫মে: নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে‌ বুধবার মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা গ্রামে।

বাসিন্দাদের অভিযোগ, কুশিদা থেকে গোহিলা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের গ্ৰামোন্নয়ন দপ্তর কর্তৃক ৬৬ লক্ষ টাকা বরাদ্দে ১৩ কিলোমিটার রাস্তা পাঁকা হচ্ছে। ঠিকাদার সংস্থা সিডিউল ছাড়াই নিম্নমানের বালি, গুনগতমান নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট ও মোটা পাথর দিয়ে কাজ শুরু করেছে।‌এমনকি আট ইঞ্চি ঢালাই এর পরিবর্তে মাত্র তিন ইঞ্চি ঢালাই করছে।পূর্বের‌ ঢালাই করা রাস্তাটি না ভেঙে তার উপরে ঢালাই শুরু করেছে।

ম্যানেজারের কাছে অভিযোগ জানালে কোনো কর্ণপাত করেনি। সিডিউল দেখতে চাইলে তাও দেখাতে অস্বিকার করেন।তাই তারা এদিন নির্মাণ কাজ বন্ধ করেদেন। যতক্ষণ না নির্মাণ কাজের সিডিউল দেখাচ্ছে ও নিম্নমানের সামগ্রী বাদ দিচ্ছে ততক্ষন পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে জানান স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments