নিমতিতা কান্ডে জাতীয় তদন্ত সংস্থা NIA মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় তল্লাশি চালাচ্ছে।
জাতীয় তদন্তকারী সংস্থার ৬ সদস্যের প্রতিনিধি দল সুতিতে আসেন। সুতি থানাতেই পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে প্রায় এক ঘন্টার বৈঠক করেন। সেখান থেকে সুতির নতুন চাঁদরা গ্রামে মোহন শেখ নামের এক কষাইখানার মালিকের বাড়িতে যান, তল্লাশী করার পাশাপাশি মোহন শেখ ও তার স্ত্রী, মা, সহ পরিবারের লোকেদের সাথে কথা বলেন।
জনস্বার্থে প্রচারিত
জানা গেছে পূর্বে বিস্ফোরণ কান্ডে ধৃত সুতির ঔরঙ্গাবাদের সইদুল শেখকে জেরা করে মোহন শেখের নাম জানতে পারে তদন্তকারী সংস্থা, যার জেরেই আজকের এই অভিযান।
অন্যদিকে গত কাল প্রথম জিজ্ঞাসাবাদের ছ’দিনের মাথায় নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসকে তলব করে এনআইএ। এর আগে গত বৃহস্পতিবারও তাকে কলকাতায় তাদের সদর দপ্তরে ডেকে ৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।