Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeজেলানিউ জলপাইগুড়ি স্টেশনে বোমাতঙ্ক! স্বাধীনতা দিবসের সকালে নাশকতার ছক?

নিউ জলপাইগুড়ি স্টেশনে বোমাতঙ্ক! স্বাধীনতা দিবসের সকালে নাশকতার ছক?

স্বাধীনতা দিবসের দিনই কি নাশকতার ছক? নিউ জলপাইগুড়ি স্টেশনে মিলল বোমার মতো এক গোলাকার বস্তুর। ঘটনা প্রকাশ্যে আসতেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন লাগোয়া গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে এলাকাটিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে।

জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের সকালে আচমকাই নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখেন অনেকেই। তারপরেই বোমাতঙ্ক গ্রাস করে সকলকে। রেলপুলিশের নজরে আনা হয় গোটা বিষয়টি। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। বস্তুটি বোমা নাকি অন্যকিছু তা পরীক্ষা-নিরীক্ষার আগে নিশ্চিতভাবে বলা যাবে না, বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতিতে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলছে। তবে আজ সব অফিসই ছুটি থাকায় স্টেশন চত্বর প্রায় ফাঁকাই ছিল। আর এই পরিস্থিতিতে কে বা কারা এই জিনিসটি ফেলে গেল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্বাধীনতা দিবসের দিনে নিউ জলপাইগুড়ি স্টেশনে নাশকতার ছক কষেছিল নাকি সেটিই নিশ্চিত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments