নমিনেশন জমা না করেই জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বাড়ি ফিরলেন মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্র। নমিনেশনের কিছু কাগজ সময় মতো না আসায় তিনি নমিনেশন জমা দিতে পারলেন না, দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফিরে গেলেন।
প্রথমদিনেই নমিনেশন জমা দিতে আসেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর। মালদা শহরে সাবিত্রী মিত্রের সমর্থনে এক বিশাল র্যা লি করেন মানিকচকের তৃণমূল কর্মী সমর্থকেরা।
সাবিত্রী মিত্র দলের কয়েকজনকে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন করতে আসেন। জেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ নিজের গাড়িতে অপেক্ষা করেন। তারপর তিনটে নাগাদ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বেরিয়ে যান। প্রশাসনিক ভবনের সামনে থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান, “আমার কিছু নথি এখনো আসেনি। আসতে দেরি করছে তাই নমিনেশন দেওয়া হলনা।”আগামি ৫ এপ্রিল তিনি নমিনেশন দাখিল করবেন।